চেন্নাইয়ে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধি হিসেবে আছেন তামিম ইকবাল। তবে বাইশগজের লড়াইয়ে নয়, আতহার আলী খান, হার্শা ভোগলে ও দিনেশ কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক।
ধারাভাষ্য কক্ষে তামিমকে পরিচয় করিয়ে দেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। চেন্নাই টেস্টে ধারাভাষ্যকার হিসেবে আছেন সাবেক এই অধিনায়ক। তবে ধারাভাষ্যকার হিসেবে তামিমকে একদমই নবিশ বলা চলে না। এর আগে বিপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাভাষ্য দিয়েছেন তিনি।
তামিমের ধারাভাষ্য চলাকালীন ইনিংসের অষ্টম ওভারে ফের বল হাতে নিয়ে শুভমান গিলকেও শিকারে পরিণত করেন হাসান। এই আউটটার দায় অবশ্য গিলের নিজের। হাসানের বলটি গিলের পায়ের পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল। গিল ব্যাট চালিয়েছিলেন। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি গিল।
এরপর হাসান ফেরান কোহলিকে। হাসানের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক লিটনের কাছে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট। ৬ বলে ৬ রান করে ফেরেন তিনি। এখন ব্যাটিংয়ে রয়েছেন জয়সওয়াল ও রিশভ পন্ত।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :