শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রাখে বাংলাদেশ নারী ‘এ’ দল। তবে চতুর্থ ম্যাচে এসে ধাক্কা খায় টাইগ্রেসরা। কিন্তু সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আবারও ঘুরে দাঁড়ায় রাবেয়া খানরা।
স্বাগতিকদের কোনো পাত্তা না দিয়ে ম্যাচটিতে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ নারী ‘এ’ দল।
কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলেছে বাংলাদেশ। মূলত আসন্ন নারী বিশ্বকাপের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে এই সিরিজে অংশ নেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও।
ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দাপুটে পারফরম্যান্স টাইগ্রেসদের। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিক মেয়েরা। জবাবে মাত্র ১১ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ম্যাচ শেষ করেছে বাংলাদেশ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :