AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

র‍্যাংকিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৩২ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
র‍্যাংকিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

ভুটানের বিপক্ষে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমটায় জয় পেলেও পরেরটিতে হেরে যায় বাংলাদেশ। এমন ফলাফলের নেতিবাচক প্রভাব র‍্যাংকিংয়ে পড়বে, তা অনুমেয় ছিল। দুঃসংবাদটা এবার আনুষ্ঠানিকভাবে পাওয়া গেল।বৃহস্পতিবার সর্বশেষ হালনাগাদের পর ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে বর্তমানে ১৮৬তম অবস্থানে রয়েছে লাল-সবুজের দল। রেটিং পয়েন্ট ০.০৪ বেড়ে তা সর্বমোট ৮৯৬.৭১ হলেও তা যথেষ্ট প্রমাণিত হয়নি।

গত জুলাইতে এক ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ার দল ১৮৪তম অবস্থানে এসেছিল। ভুটানের মাটিতে এক ম্যাচ হারের পর সেই অবস্থান ধরে রাখতে ব্যর্থ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

ফিফা র‍্যাংকিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখলেও তাদের  ১২.৪৬ রেটিং পয়েন্ট কমেছে। আলবিসেলেস্তেদের মোট রেটিং পয়েন্ট এখন ১৮৮৯.০২। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল।

ছয়ে অবস্থান করছে বেলজিয়াম, সাতে নেদারল্যান্ডস। আট নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। কলম্বিয়া নবম ও ইতাতি দশম স্থানে রয়েছে । পরবর্তী র‍্যাংকিং প্রকাশ করা হবে আগামী ২৪ অক্টোবর।


একুশে সংবাদ/ এস কে

Link copied!