রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ভারতের স্কোরকে আরো বাড়িয়ে নিতে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন। সপ্তম উইকেটে তাদের ১৯৯ রানের বড় জুটি ভেঙে দিয়েছেন তাসকিন আহমেদ। সেঞ্চুরি বঞ্চিত হয়ে সাজঘরে ফিরেছেন জাদেজা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩৫২ রান। অশ্বিন ১০৬ ও আকাশদীপ ৮ রানে ক্রিজে আছেন।
স্বাগতিকরা ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে। জাদেজা ১২৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৬ রানে বিদায় নেন। তাসকিনের শর্ট লেন্থের বলে আড়াআড়ি শট খেলতে গিয়ে বল তার ব্যাটের কানায় লাগে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়।
এর আগে চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। ২০ টেস্ট আর ৪২ বছর পর কোনো অধিনায়ক এখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। এর কারণে হিসেবে তিনি জানান উইকেটের শুরুর আর্দ্রতা কাজে লাগাতে চান তিনি। উইকেট দেখে মনে হচ্ছে প্রথম সেশনে পেসাররা সুবিধা পাবে। তার এই ভাবনাকে সত্যি প্রমাণ করতে সময় নেননি হাসান মাহমুদ। মাত্র ৩৪ রানের মধ্যেই ভারতের টপ অর্ডারের চার ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। প্রথম সেশন শেষে দ্বিতীয় সেশনের শুরুতেই ভারতের শিবিরে আঘাত হানেন তিনি।
হাসান মাহমুদের পর ভারত শিবিরে জোড়া আঘাত হানলেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ। যার ফলে ১৪৪ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। এর পরেই জুটি গড়েন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। সপ্তম উইকেটে এই জুটির ১৯৫ রানে ভর করে ৮০ ওভারে ৩৩৯ রান তুলে ভারত। এরপরেই প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :