AB Bank
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের সূচি ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৩৮ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৪
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি নিয়ে ধোঁয়াশা কাটলো। বেশ কিছুদিন থেকেই পাকিস্তানের মাটিতে সিরিজটি নিয়ে নানারকম কথা হচ্ছিল। অবশেষে তিন ম্যাচের টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সূচি ঘোষণা করে পিসিবি।   

সূচি অনুযায়ী আগামী মাসেই পাকিস্তানে ৩টি টেস্ট খেলতে আসবে ইংল্যান্ড। ঘোষিত সূচিতে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে পারিবর্তন এনেছে পিসিবি। আগে দ্বিতীয় টেস্টটি করাচি হওয়ার কথা থাকলেও মুলতানে নিয়ে আসা হয়েছে ম্যাচটি। ২০২৫ সালে পাকিস্তানে হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর। সেই আসরকে সামনে রেখে করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। এর ফলেই মূলত দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের কারণ।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ২ অক্টোবর পাকিস্তানে পৌঁছার কথা ইংল্যান্ডের। একই দিন পাকিস্তান দলও মুলতানে যোগ দেবে। আগামী ৭ অক্টোবর প্রথম ম্যাচটি হবে মুলতানে। ১৫ অক্টোবর একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচ ও ২৪ অক্টোবর তৃতীয় ম্যাচটি রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে পাকিস্তান সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। যার নেতৃত্বে রয়েছেন বেন স্টোকস।

এদিকে নতুন সূচি চূড়ান্ত করার বিষয়ে পিসিবির ডিরেক্টর উসমান ওয়াহলা বলেন, ইংল্যান্ড ক্রিকেট দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানাতে পেরে পিসিবি খুবই আনন্দিত। কিছু পরিবর্তন আছে, তা সত্ত্বেও আমরা সমর্থকদের সমর্থন দিতে চাই এবং একটা স্মরণীয় সিরিজ উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চাই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হোক, আর আমরা আমাদের আতিথেয়তা দেখাতে চাই।

 

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

 

 

Link copied!