আল নাসরের দায়িত্ব নেয়ার মাত্র দুই দিন পর ডাগ আউটে স্টেফানো পিওলির দলটির হয়ে অভিষেক ম্যাচটি স্মরণীয় হয়ে রইল। এসি মিলানের সাবের কোচের সৌদি ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচেই জয়ের মুখ দেখলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গোল পাওয়ায় সেই আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা।
ব্যর্থতার দায়ে পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোকে বরখাস্ত করে আল নাসর। এরপর গত বুধবার তার স্থলাভিষিক্ত হন ২০২২ সালে সিরি আ শিরোপা জয়ী কোচ পিওলি। দায়িত্ব নিয়েই শুক্রবার রাতে জয়ের স্বাদ পেলেন এই ইতালিয়ান।আল ইত্তেফাককে ৩-০ গোলে হারিয়েছে দলটি।
আল ইত্তেফাক ক্লাব স্টেডিয়ামে ম্যাচের ৩৩ মিনিটে স্পট কিক থেকে গোল পান রোনালদো। এরপর ৫৬ মিনিটে সালেম আল নাজদি ও ৭০ মিনিটে অ্যান্ডারসন তালিস্কা জালের দেখা পান।
এ জয়ের ফলে সৌদি প্রো লিগে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে আল নাসর। হেরেও সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে তিনে আল ইত্তেফাক। গোল ব্যবধ্নাএর হিসাবে ৯ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে আল ইত্তিহাদ ও আল হিলাল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :