প্রথম সেশনের এক ঘণ্টা পেরোনোর পর রবিচন্দ্রন অশ্বিনের হাতে তুলে দেওয়া হল বল। প্রথম ওভারেই ভারতীয় অলরাউন্ডার তুলে নিলেন সাকিব আল হাসানের উইকেট। জীবন পেয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ বাংলাদেশের সাবেক অধিনায়ক। লিটন দাসও উপহার দিয়েছেন হতাশা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই টেস্টের চতুর্থ দিন ৫১৫ রানের বিশাল লক্ষ্য তড়ায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০৫ রান। আগের দিন ফিফটি পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৩ ও মেহেদী হাসান মিরাজ শূন্য রানে ক্রিজে আছেন।
নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ৩৭৬ ও ২৮৭/৪ ডি. করেছে ভারত। প্রথম ইনিংসে ১৪৯ রানে অল আউট হয় সফরকারীরা। শনিবার বাংলাদেশ ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা আরম্ভ করে।
অশ্বিনের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা সাকিবের ব্যাটে বল লেগে তা প্যাডে আঘাত হানে। এরপর তা ব্যাকওয়ার্ড শর্ট লেগে থাকা যশস্বী জয়সওয়ালের হাতে চলে যায়। থেমে যায় বাংলাদেশি অলরাউন্ডারের ২৫ রানের ইনিংস। সাজঘরে ফেরার আগে তিনি নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন। এরপর রবীন্দ্র জাদেজার বলে প্রথম স্লিপে রোহিত শর্মার হাতে ধরা পড়ে মাত্র এক রান করে বিদায় নেন লিটন দাস।
এর আগে ব্যক্তিগত ১৭ রানে জীবন পেয়েছিলেন সাকিব। স্পিনার রবীন্দ্র জাদেজার বলে ছিল বাড়তি বাউন্স। এগিয়ে এসে শট নিতে ব্যর্থ হন টাইগার অলরাউন্ডার। হাস্যকর ভুলে বল গ্লাভসবন্দী করতে পারেননি রিশভ পান্ট।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :