AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পয়েন্ট টেবিলে সবার উপরে লিভারপুল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২০ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৪
পয়েন্ট টেবিলে সবার উপরে লিভারপুল

চার ম্যাচের সবকটিতে জিতেও ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) পয়েন্ট টেবিলে সবার উপরে নেই ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলেও তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল।ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার বোর্নমাউথের বিপক্ষে অলরেডরা ৩-০ গোলের জয় পায়। তাতেই গোল ব্যবধানে এগিয়ে যাওয়ায় আর্নে স্লটের শিষ্যরা টেবিলের শীর্ষে উঠেছে।

পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যানসিটির পয়েন্টও সমান ১২।  অ্যাস্টন ভিলা পাঁচ ম্যাচে ১২ পয়েন্টেই রয়েছে। তবে গোল পার্থক্যে দলটি তিনে অবস্থান করছে।

ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে চারে চেলসি। আর্সেনাল ও নিউক্যাসেল ইউনাইটেডের পয়েন্ট ১০ হলেও গোল ব্যবধানের হিসাবে যথাক্রমে পাঁচ এবং ছয় নম্বরে আছে।     

রোববার ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় হাইভল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানসিটি ও আর্সেনাল। খেলাটি ড্র হলে সিটি ১৩ পয়েন্ট নিয়ে অনায়াসেই টেবিল টপার হবে। তবে গানাররা জিতে গেলে ১৩ পয়েন্ট পেয়ে তারাই ইপিএলের পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটি দখল করবে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!