AB Bank
ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:২০ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৪
মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া

আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দুই টেস্টের সেই সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামে। সেই সিরিজে ক্রিকেটারদের বিশেষ নিরাপত্তা দিতে রোববার (২২ সেপ্টেম্বর) মিরপুরে অনুষ্টিত হলো সেনাবাহিনীর বিশেষ মহড়া।

দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর আবারও মহড়ায় অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এর মাঝে গতকাল দেশটির তিন জন প্রতিনিধি ঢাকা এসেছেন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে।

আজ (রোববার) পর্যবেক্ষণ দল ঘুরে দেখবেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। এরপর আগামীকাল পরিদর্শন করবে শের-ই বাংলা স্টেডিয়াম।

তবে একদিন আগে আজ মিরপুরে বিশেষ মহড়া দিয়েছে সেনাবাহিনী। সকাল থেকেই হোম অব ক্রিকেটে আসন্ন সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। এরপর দুপুর বারোটার কিছুক্ষণ পর শের-ই বাংলার আকাশে উড়তে দেখা যায় হেলিকপ্টার। মিনিট কয়েক প্রদক্ষিণের পরপরই ত্যাগ করে মাঠ।

মিরপুরে মহড়ারত অবস্থায় সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

এর আগে মিরপুরের মাঠের চারদিক প্রদক্ষিণ করে হেলিকপ্টার। আসন্ন সিরিজের জন্য সবধরণের নিরাপত্তা দিতে প্রস্তুতির অংশ এটি। এর আগেও বিভিন্ন সময়ের সিরিজ বা টুর্নামেন্টের আগে এমন মহড়া দিতে দেখা গেছে মিরপুরে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!