লা লিগায় নিজেদের দাপট অব্যাহত রেখে টানা ছয় জয়ে শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কি ও রাফিনহার জোড়া লক্ষ্যভেদে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে কাতালান ক্লাবটি উড়িয়ে দিয়েছে।
ছয় ম্যাচের সবকটিতে জিতে বার্সেলোনা ১৮ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে। চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেতিক ক্লাব ১৩ ও অ্যাথলেটিকো মাদ্রিদ ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে। পাঁচে ১১ পয়েন্ট পাওয়া ভিয়ারিয়াল।
এস্তাদিও দে লা সিরামিকায় রোববার ম্যাচের ২০ মিনিটে ডানপায়ের শটে বল জালে জড়িয়ে বার্সাকে লিড পাইয়ে দেন লেভানদোভস্কি। ৩৫ মিনিটের মাথায় এই পোলিশ তারকা ব্যবধান দ্বিগুণ করেন। ভিয়ারিয়ালের হয়ে তিন মিনিট পর নিশানাভেদে ব্যবধান কমান আয়োজ পেরেজ।
বিরতির পর পাবলো তরে ৫৮ মিনিটে বাঁ-পায়ের দূরপাল্লার শটে বল জালে পাঠান। লেভানদোভস্কির ৬৭ মিনিটে নেয়া পেনাল্টি কিক পোস্টে ফেলে ফিরে আসায় তার হ্যাটট্রিক পাওয়া হয়নি। এরপর ৭৪ ও ৮৩ মিনিটে রাফিনহার গোলে বার্সেলোনা বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :