দেশের বিভিন্ন খেলার কোচ, রেফারি, সংগঠক ও খেলোয়াড়দের নিয়ে মত বিনিময় সভা করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভায় প্রতি ফেডারেশন/অ্যাসোসিয়েশন থেকে একজন করে সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারির নাম প্রেরণ এবং সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। এর আগে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছিলেন ক্রীড়া উপদেষ্টা।
আমন্ত্রিতদের মধ্যে সকলের উপস্থিত থাকাটা অবশ্য নিশ্চিত নয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক ফেডারেশনের কর্মকর্তারা কর্মস্থলে আসছেন না। কেউ পদত্যাগ করছেন, কেউ আবার পদ টিকিয়ে রাখার চেষ্টা করছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :