আগের দিনের নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে কানপুরের গ্রিন পার্কে খেলার সময় আধঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। কিন্তু, সেই খেলা শুরু হতেও দেরি আপাতত। সকাল থেকেই কানপুরের আকাশে বৃষ্টি। পুরো মাঠই ঢেকে রাখা হয়েছে কাভারে। খেলা শুরু হওয়ার সময় কিংবা মাঠ পর্যবেক্ষণের অবস্থাও এখন নেই সেখানে।
এরই মাঝে ক্রিকইনফো সূত্রে খবর, বৃষ্টির তোপে নিরাশ হয়ে মাঠ থেকে ফের হোটেলে চলে গিয়েছে ভারতীয় দল। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর মিললেও এখন কিছুটা ভারী বৃষ্টিই চলছে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, আম্পায়াররা ছাতা নিয়ে মাঠের অবস্থা দেখার জন্য নেমে পড়েন। মাঠের বেশিরভাগ অংশ ঢেকে দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসও আশাব্যঞ্জক নয়।
এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুই আম্পায়ার প্রথম দিনের খেলার সমাপ্তি টানেন। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান।
মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে তারা ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ভারতের হয়ে আকাশদীপ দুইটি ও রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট দখল করেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :