AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লা লিগায় হোঁচট খেলো বার্সেলোনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৬ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
লা লিগায় হোঁচট খেলো বার্সেলোনা

টানা সাত ম্যাচ জয়ের পর এবারের লা লিগায় প্রথম হারের মুখ দেখল বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দল ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।শনিবার রাতে এল সদর স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে আন্তে বুদিমির ছয় গজ দূরত্ব থেকে হেড দিয়ে ওসাসুনাকে প্রথম লিড এনে দেন। দশ মিনিট পর পাবলো ইবানেসের বাড়ানো বল নিয়ে তা জালে জড়ান ব্রায়ান জারাগোজা।

৫৩তম মিনিটে রবার্ট লেভানদোভস্কির শট ওসাসুনা গোলরক্ষক সার্জিও হেনে ঠেকালেও পরে তিনি ভুল করে বসেন। নিজেদের এক খেলোয়াড়কে বল দিতে গিয়ে বার্সার জেরার্ড মার্টিনের পায়ে দিয়ে দেন। তার কাছ থেকে বল পেয়ে পাউ ভিক্টর শট নিলে তা নিশানাভেদ করে। বার্সেলোনার জার্সিতে এটি ভিক্টরের প্রথম গোল।

বার্সেলোনার তরুণ ডিফেন্ডার সার্জি দোমিঙ্গেস ফাউল করায় ৭২তম মিনিটে স্পক্ট কিকে বুদিমির নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। ৮৫তম মিনিটে বাঁ পায়ের শটে হালি পূর্ণ করেন ব্রেতোনেস।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান কমান লামিনে ইয়ামাল। চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার পঞ্চম গোল।

পরাজয়ের পরেও শীর্ষস্থান অক্ষুণ্ন রাখা বার্সেলোনার ৮ ম্যাচে পেয়েছে ২১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৪ পয়েন্ট নিয়ে ওসাসুনা ছয়ে অবস্থান করছে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!