ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা যুক্তরাষ্ট্রে ২০২৫ ক্লাব বিশ্বকাপের ভেন্যু, টুর্নামেন্ট শুরুর সময় ও ফাইনালের তারিখ নির্ধারণ করেছে। ৩২ দলের এই আসরের পর্দা উঠবে ১৫ জুন, ফাইনাল মাঠে গড়াবে ১৩ জুলাই।
এরই মধ্যে ক্লাব বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম জানিয়েছে ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ড্র। ৩২টি ক্লাবকে আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকবে চারটি দল। এ পর্যন্ত ৩০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শনিবার বলেছেন, ‘এই নতুন ফিফা প্রতিযোগিতা বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে সত্যিকারের সংহতি এবং অন্তর্ভুক্তির সত্যিকারের এক উদাহরণ হয়ে থাকবে। যেটি আফ্রিকা, এশিয়া, মধ্য ও উত্তর আমেরিকা এবং ওশেনিয়ার সেরা ক্লাবগুলোকে নতুন বিশ্বকাপে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী ক্লাবগুলোর বিপক্ষে খেলার সুযোগ দিয়েছে। এটি বিশ্বব্যাপী ক্লাব ফুটবল এবং প্রতিভা বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রভাব ফেলবে।’
নিউ জার্সির পাশাপাশি টুর্নামেন্টের অন্যান্য ভেন্যুগুলো হল- মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, জিওডিস পার্ক, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, অডি ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :