সকল অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি খেলতে তারা আগামী ১৬ অক্টোবর ঢাকা আসবে। মিরপুরে ২১ অক্টোবর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে ২৯ অক্টোবর মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সিরিজটি নিয়ে জেগেছিল শঙ্কা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঢাকায় নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)। দেশটির ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) পরামর্শও তারা নিয়েছিল।
অক্টোবরের শুরুতে নারী টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে তা সরিয়ে নেওয়া হয়। মূলত, নিরাপত্তা ইস্যুতে অংশগ্রহণকারী কয়েকটি দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেয় আইসিসি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :