AB Bank
ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৭ পিএম, ১ অক্টোবর, ২০২৪
সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারলেও এবার ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড। কাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দু’দল।

দুই ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে এবার সিরিজ শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতে সিরিজের যাত্রা করে প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্সে ১০ রানের জয়ে সিরিজ সমতায় শেষ করে আইরিশরা। প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পায় আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারলেও ওয়ানডেতে জয়ের ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সিরিজ জয়। আয়ারল্যান্ড খুবই ভালো দল। সিরিজ জিততে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে আমাদের।’

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের জয় ওয়ানডেতে ভালো খেলার আত্মবিশ্বাস দিচ্ছে আয়ারল্যান্ডকে। আইরিশ অধিনায়ক পল স্টার্লিং বলেন, ‘সিরিজের শেষ টি-টোয়েন্টির জয় আামদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে আমরা প্রস্তুত। সিরিজ জয়ের জন্যই আমরা মাঠে নামবো।’ 

দ্বিতীয়বারের মত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। ২০২১ সালে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো দু’দল। ঐ সিরিজে পাওয়া জয় এখন পর্যন্ত ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র সাফল্য আইরিশদের। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে ৬টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১টিতে জয় পায় আয়ারল্যান্ড। বাকী ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

দক্ষিণ আফ্রিকা দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টোনি ডি জোর্জি, বিয়ন ফোরটান, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকুওয়াও, এনকাবাইওমজি পিটার, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেনি, লিজাড উইলিয়ামস।

আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, অ্যান্ড্র বলবির্নি, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন দোহানি, গ্যাভিন হইয়ে, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ডি ম্যাকব্রাইন, নেইল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার এবং ক্রেগ ইয়ং। 

একুশে সংবাদ/ এস কে

Link copied!