AB Bank
ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদায় বেলায় সাকিবকে যে উপহার দিলেন কোহলি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৩৭ পিএম, ১ অক্টোবর, ২০২৪
বিদায় বেলায় সাকিবকে যে উপহার দিলেন কোহলি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে। টেস্টেও না দেখা যাওয়া সম্ভাবনাই বেশি। কারণ ঘরের মাঠে চলতি মাসে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তাই ধারণা করা হচ্ছে কারপুর টেস্টই সাকিবের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ।

চেন্নাইয়ের পর কানপুর টেস্টেও হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে শেষবারের মতো লাল বলে বিরাট কোহলিরদের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসান। টেস্টে কোহলি ও সাকিবের এটাই শেষ দেখা। কানপুরেই যেন নীরবে বেজেছে সাকিবের টেস্ট ক্যারিয়ারের বিদায়ের গান। বিষয়টি আঁচ করতে পেরেই বিদায়ী স্মারক হিসেবে কানপুর টেস্টে খেলা ব্যাটটি তাকে উপহার দিলেন বিরাট কোহলি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে মি. অলরাউন্ডারের হাতে এমআরএফ লোগো সম্বলিত ব্যাট তুলে দেন কিং কোহলি। এ সময় বাংলাদেশের সাবেক অধিনায়কের কাঁধে হাত রেখে খোশ মেজাজে কথা বলতে থাকেন ভারতীয় তারকা কোহলি। সাকিবকেও এ সময় হাসিমুখে দেখা যায়।  

চলতি বছর টি-২০ বিশ্বকাপে ফরম্যাটটিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলার কথা সাকিব আগেই জানিয়েছেন। হয়তো কানপুরে খেলে ফেললেন ক্যারিয়ারের শেষ টেস্ট। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও হত্যা মামলার আসামি হওয়ায় সেই সম্ভাবনা বেশ ক্ষীণ। 

ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে প্রথম ইনিংসে সাকিব ৭৮ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন। বিরাট কোহলিকে বোল্ড করার পর তার করা উদযাপনটা দর্শকরা হয়তো সাদা পোশাকের ক্রিকেটে তার শেষ স্মৃতির প্রতীক হিসেবে স্মরণে রাখবেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!