AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকিব অবসর নেয়ায় হাথুরুসিংহে অবাক


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:১১ পিএম, ১ অক্টোবর, ২০২৪
সাকিব অবসর নেয়ায় হাথুরুসিংহে অবাক

কানপুর টেস্ট শুরুর আগের দিন টেস্ট ও টি-২০ থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। তবে তখন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানাতে চাইলেও কানপুরে হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন এই অলরাউন্ডার।কানপুরে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা শুধু সাকিব-কেন্দ্রিক প্রশ্ন করলেন। তাদের প্রশ্নের উত্তরে হাথুরু জানান, সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে অবসরের ঘোষণা দেওয়ায় তিনি অবাক হয়েছেন।

ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না, এ প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে বলেন, ‘এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে।’

সাকিব না থাকলে দলের পরিকল্পনা কেমন হবে, কে হবেন তার বিকল্প, হাথুরুসিংহে এ প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমি মনে করি, সাকিব না থাকলে কি হবে, সে ভাবনা তো সব সময়ই আছে, বিশেষ করে সে এখন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে।’

হাথুরুসিংহে যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকাকে সাকিব তার শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।’

কানপুর টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব জানান, ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে প্রথম টেস্ট খেলে তিনি এই সংস্করণ থেকে অবসর নিতে চান।

এছাড়া সাকিব ক্যারিয়ারের শেষ টি-২০ খেলে ফেলেছেন টি-২০ বিশ্বকাপেই। যদিও পরবর্তী সময়ে দল চাইলে এই সংস্করণে ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!