বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার ঢাকা ক্যাপিট্যালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। সবশেষ তিন আসরে বাঁহাতি এই পেসার কুমিল্লার হয়ে খেলেছেন।
নানা কারণে এবারের আসরে অংশ নিচ্ছে না টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে কারণে মুস্তাফিজকে দল খুঁজতে হতো। কিন্তু সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিট্যালস।
সবকিছু ঠিক থাকলে বিপিএলের আগামী মৌসুমে ঢাকা ক্যাপিট্যালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজুর রহমান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে ৭০ ম্যাচে ৯২ উইকেট নেয়া এই পেসারের পঞ্চম দল এটি।
এর আগে ঢাকা ডাইনামাইটস, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লার হয়ে খেলেছেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারকে দলে পেতে বেশ বেগ পেতে হয়েছে ফ্রাঞ্চাইজিটির।
দুই ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত এক কোটি টাকায় ফিজকে দলে টেনেছে ঢাকা। এবারের আসরের জন্য এটিই তাদের প্রথম সাইনিং। এবার ঢাকার মালিকানা কিনেছে ঢালিউড তারকা শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :