AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-ভারত টি-২০ সিরিজের সূচি প্রকাশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:০০ পিএম, ২ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ-ভারত টি-২০ সিরিজের সূচি প্রকাশ

দুই টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ভারত সফর করছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের দুই ম্যাচের দুটিতেই লজ্জার হারের স্বাদ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার সামনে টি-২০ সিরিজ। 

আগামী ৬ অক্টোবর প্রথম টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এরই মধ্যে আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

শনিবার (৬ অক্টোবর) ভারতের গোয়ালিয়রে হবে প্রথম টি-২০। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-২০ দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশের টি-২০ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।

ভারতের টি-২০ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণু, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হারশিত রানা, মায়াঙ্ক যাদব।

একুশে সংবাদ/ এস কে

Link copied!