উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার (১ অক্টোবর) জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের মুখোমুখি হয়েছিল ইতালিয়ান ক্লাব এসি মিলান। বে এরিনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক লেভারকুসেন।চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয়ে টেবিলের তিনে উঠে এলো আলোনসোর দল। এদিন প্রথম হাফে পুরোটাই নিয়ন্ত্রণ করেছে জার্মান ক্লাব লেভারকুসেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে বনিফেস-উইর্টজরা।
তবে প্রথম হাফে দশটি শট নিয়েও গোল করতে পারেনি। ম্যাচের ২১ মিনিটে অবশ্য গোল করেছিলেন লেভারকুসেন স্ট্রাইকার ভিক্টর বনিফেস। তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। দ্বিতীয় হাফের শুরুটাও দারুণ করে লেভারকুসেন।
৪৮তম মিনিটে উইর্টজের নেয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন মিলান গোলরক্ষক মাইগনান। তবে তিন মিনিট পর আর দলকে রক্ষা করতে পারেননি মিলানের এই ফরাসি গোলরক্ষক। ডি-বক্সের ভেতরে জেরেমি ফ্রিম্পংয়ের শট ঠেকিয়ে দেন।
তবে এবার বল চলে যায় বনিফেসের পায়ে। তা পেয়ে খালি জালে বল জড়ান নাইজেরিয়ান এই স্ট্রাইকার। এরপর ম্যাচে নিয়ন্ত্রণ নেয় মিলান। ৫৬ মিনিটে মিলান মিডফিল্ডার রেইন্ডার্সের শট ঠেকিয়ে দেন লেভারকুসেনের গোলরক্ষক হ্রাডেকি।
এরপর বেশকিছু আক্রমণ করেও স্বাগতিকদের ডিফেন্স ভাঙতে পারেনি মিলান। ম্যাচের ৮২তম মিনিটে থিও হার্নান্দেজের দূরপাল্লার শট পোস্টে লাগে। তাতে আরও একবার বেঁচে যায় লেভারকুসেন। শেষ পর্যন্ত সেই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লেভারকুসেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :