AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৮ পিএম, ৩ অক্টোবর, ২০২৪
জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। ২০১৪ সালের আসরে ২ জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের এটি তৃতীয় জয়। আগের দুটি জয় শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজাহতে ৭ উইকেটে বাংলাদেশের ১১৯ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১০৩ রান করতে সক্ষম হয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোস্তারি। বল হাতে ১৫ রানে ২ উইকেট নেন রিতু মনি।

এ ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-২০ খেলার মাইলফলকে পৌঁছেছেন নিগার সুলতানা জ্যোতি। পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে নাহিদা আক্তার তৃতীয় বাংলাদেশি হিসেবে নিয়েছেন ১০০ আন্তর্জাতিক টি-২০ উইকেট।

রান তাড়া করতে নামা স্কটল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটান ফাহিমা খাতুন। এগিয়ে এসে খেলতে চাওয়া সাস্কিয়া হরলের স্টাম্প ভেঙে দেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক ক্যাথরিন ব্রাইস মারুফা আক্তারের ওভারে বোল্ড হন ব্যক্তিগত ১১ রানে।

অ্যালসা লিস্টার করেন ৫ রান। তার উইকেট নেন রিতু মনি। তখনও গলার কাঁটা হয়ে বিঁধে ছিলেন ওপেনার সারাহ ব্রাইস। অন্যদিকে যথারীতি উইকেট পড়তে থাকে। প্রিয়ানাজ চ্যাটার্জি রানআউট হন। ডারসি কার্টার রিতু মনির শিকার হওয়ার আগে করেন ২ রান। একের পর এক উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেন বাংলাদেশের বোলাররা। লরনা জ্যাক ১৩ বলে ৯ করে বিদায় নিলে ৬ উইকেটের পতন হয় স্কটিশদের। একটু পরই ক্যাথেরিন ফ্রেজারের উইকেট তুলে নেন নাহিদা আক্তার। এর মাধ্যমে ১০০ টি-২০ উইকেট পূর্ণ হয় বাংলাদেশি স্পিনারের।

এর আগে ৭ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ। শুরু থেকেই দলের রানা চাকা ছিল ধীরগতির। মুর্শিদা খাতুন ১৪ বলে ১২ রানের ইনিংস খেলে বিদায় নিলে সাথি রাণি ও সোবহানা মোস্তারিও খেলতে থাকেন চিরাচরিত ধীরস্তির ভঙ্গিতে। ৪২ রানের জুটির পর বিদায় নেন সাথি। ৩টি চার মারা সাথি আউট হন ৩২ বলে ২৯ রান করে। একটু পর গোল্ডেন ডাকে আউট হন চার নম্বরে নামা তাজ নেহার। এ ম্যাচ দিয়েই অভিষেক হয়েছে তার। গা গরমের দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৭ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রান করেছিলেন তিনি।

ধীরে খেললেও সোবহানা মোস্তারি বড় রানের আশা দেখাচ্ছিলেন। দলীয় ১৬ ওভারে অলিভিয়া বেলের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন। সারাহ ব্রাইস স্টাম্প ভেঙে ফেলার আগে ৩৮ বলে ৩৬ রান করেন তিনি।

স্বর্ণা আক্তারকে হার্ডহিটার হিসেবে চেনেন বাংলাদেশের সমর্থকরা। স্কটিশদের সঙ্গে বিপক্ষে জ্বলে উঠতে পারেননি তিনি। ৭ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ৫ রান করে আউট হন তিনি। সাস্কিয়া হরলের ওভারে রিতু মনিও স্টাম্প হারান উইকেটরক্ষকের কাছে। তিনিও করেন ৫ রান। দলপতি জ্যোতি করেন ১৮ রান। ফাহিমার বচ্যাট থেকে আসে ৯।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!