AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবসরের ঘোষণা দিলেন লেগ উসমান কাদির


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৯ এএম, ৪ অক্টোবর, ২০২৪
অবসরের ঘোষণা দিলেন লেগ উসমান কাদির

পাকিস্তান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লেগ স্পিনার উসমান কাদির। একটি ওয়ানডে ও ২৫ টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার গত মে মাসে বোর্ডের বিরুদ্ধে তার ইনজুরি অব্যবস্থাপনার জন্য অভিযুক্ত করেছিলেন। এ বিষয়ে তার কাছে স্ক্রিনশট এবং অন্যান্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন।

নিজের এক্স হ্যান্ডলে বৃহস্পতিবার ৩১ বর্ষী উসমান কাদির লিখেছেন,‘আজ আমি পাকিস্তান ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করছি। এই অবিশ্বাস্য যাত্রার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার দেশের প্রতিনিধিত্ব করা বিশাল সম্মানের বিষয় এবং আমার কোচ ও সতীর্থদের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ, যারা প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে ছিলেন।’

পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদিরের ছেলে উসমান অস্ট্রেলিয়ার হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ২০১৯ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেন এবং বিবিএলে পার্থ স্কোর্চার্স এবং সিডনি থান্ডারের হয়ে খেলেন।

২০২০ সালের নভেম্বরে রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে উসমানের অভিষেক হয় । ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেন ২৩টি টি-২০ ম্যাচ। মাঝে এক বছর দলে জায়গা না পাওয়ার পর গত বছরের অক্টোবরে তিনি হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে দুটি ম্যাচ খেলেন।

কাদির তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিবৃতিতে কিছুই উল্লেখ করেননি। তিনি লিখেছেন, ‘আমি যখন এই নতুন অধ্যায়ে পা রাখছি, তখন আমার বাবার লিগ্যাসি বয়ে নিয়ে যাবো। ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা এবং তিনি আমাকে যে শিক্ষা দিয়েছেন, তা মনে রাখবো। পাকিস্তান ক্রিকেটের চেতনা এবং একসঙ্গে তৈরি সব স্মৃতি আমার স্মৃতিতে থাকবে অমলিন।’

একুশে সংবাদ/ এস কে 

Link copied!