AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হার্দিকের উপর অসন্তুষ্ট বোলিং কোচ!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৬ পিএম, ৪ অক্টোবর, ২০২৪
হার্দিকের উপর অসন্তুষ্ট বোলিং কোচ!

ভারতীয় দলের অনুশীলনে বল রিলিজ করার সময় নিয়ে হার্দিকের সঙ্গে কথা বলেন মর্কেল। হার্দিকও বিষয়টি বেশ মনযোগ দিয়েই শুনছিলেন। স্টাম্পের কাছাকাছি বারবার বল করায়, মর্কেল তাকে একটু বাইরের দিকে বল করার পরামর্শ দেন।

প্রতি বলের পরই একবার করে হার্দিকের সঙ্গে কথা বলে তার ভুল ত্রুটির বিষয়গুলো বলে দিচ্ছিলেন মর্কেল। ভারতীয় ক্রিকেট দল এই মূহূর্তে দৌড়াচ্ছে তেল খাওয়া মেশিনের মতো। গতবার ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। এরপর দঃ আফ্রিকার সঙ্গে সিরিজে ভালো ফল করে বিদেশের মাটিতে। ইংল্যান্ডকে টেস্ট সিরিজে পর্যুদস্ত করে তরুণ ভারতীয় দল। এরপর টি২০ বিশ্বকাপ জয়। শ্রীলঙ্কায় ওডিআই সিরিজে বিক্ষিপ্তভাবে একটা খারাপ ফল এলেও টেস্টে ফের ছন্দে দেখা গেছে ভারতকে। এবার শুরু হতে চলেছে সূর্যকুমার যাদবদের, বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের টি২০ সিরিজ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে হয়ে যাওয়ার ভুল যাতে কোনওভাবে দেশের মাটিতে না হয়, সেই জন্য অনুশীলনে কড়া নজর দিচ্ছে ভারতীয় কোচিং স্টাফরা। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়ার মাঠে নামার আগে পেসারদের নিয়ে এবার অনেকটা সময় কাটালেন নবনিযুক্ত বোলিং কোচ দঃ আফ্রিকার মর্নি মর্কেল। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন এবং খুটিনাটি দেখিয়ে দিলেন প্রোটিয়া তারকা।

টেস্টে হার্দিক খুব একটা খেলেন না। যদিও সম্প্রতি লাল বল নিয়ে অনুশীলন করে চর্চায় এসেছিলেন হার্দিক। যদিও পরে প্রাক্তন ক্রিকেটার পার্থীভ প্যাটেল জানিয়েছিলেন, হাতের সামনে সাদা বল না থাকাতেই নাকি হার্দিক লাল বলে অনুশীলন করেছিলেন। গোয়ালিয়রে প্রথম টি২০ শুরুর আগে হার্দিক পাণ্ডিয়ার লাইন লেন্থে বাড়তি জোর দিলেন মর্নি মরকেল। হার্দিকের বোলিংয়ে স্পষ্টতই অসন্তুষ্ট দেখায় মর্কেলকে। এরপর হাতে ধরে দেখিয়ে দিলেন বেশ কিছু বিষয়।

বলের রিলিজ করার সময় নিয়ে হার্দিককে কিছু বলতে দেখা যায় মর্কেলকে। এরপর বল হাতে নিয়ে হার্দিককে কিছু দেখিয়ে দেন দঃ আফ্রিকার এই প্রাক্তন স্পিডস্টার। হার্দিকও বিষয়টি বেশ মনযোগ দিয়েই শুনছিলেন। স্টাম্পের কাছাকাছি বারবার বল করায়, মর্কেল তাঁকে একটু বাইরের দিকে বল করানোর বিষয়ও পরামর্শ দেন। প্রতি বলের পরই একবার করে হার্দিকের সঙ্গে কথা বলে তাঁর ভুল ত্রুটির বিষয়গুলো বলে দিচ্ছিলেন ভারতের নতুন বোলিং কোচ।

গতবছর ওডিআই বিশ্বকাপের সময় শেষবার একদিনের ম্যাচে মাঠে নেমেছিলেন হার্দিক। এরপর চোট পেয়ে ছিটকে গেছিলেন। গত শ্রীলঙ্কা সিরিজেও সুযোগ পাননি। অলরাউন্ডার হওয়ায়, ভারতীয় দল যে তাঁর থেকে বোলিংয়ে আরও বেশি করে পারফরমেন্সের আশা রাখছে, সেটা টিম ইন্ডিয়ার অনুশীলন দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। টি২০ বিশ্বকাপ ফাইনালে অবশ্য এই হার্দিকের বোলিংয়ের সৌজন্যেই শেষ ওভারে মর্নি মর্কেলের দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হার্দিকও চাইবেন, নিজের চেনা ছন্দে ফিরে দলে নিয়মিত সদস্য হতে। প্রসঙ্গত, হার্দিকের টি২০ অধিনায়ক হওয়া নিয়ে জল্পনা থাকলেও তার পরিবর্তে সূর্যকুমার যাদবকে বেছে নিয়েছিল বোর্ড।

একুশে সংবাদ/ এস কে

 

 

Link copied!