প্রীতি ম্যাচে বর্ণবাদী গালি দেওয়ার দায়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইতালিয়ান ডিফেন্ডার মার্কো কুর্তো। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলার সময় দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড হোয়াং হি-চ্যানকে তিনি আপত্তিপরভাবে সম্বোধন করার এই সাজা পেলেন।
সেরি বি ক্লাব সেসেনা থেকে ধারে কোমোতে খেলছেন কুর্তো। আপাতত ১০ ম্যাচের নিষেধাজ্ঞার পাঁচটি খেলায় কার্যকর হবে। বাকি পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। আগামী দুই বছরের মধ্যে আবারো একই কাণ্ড ঘটালে তা কার্যকর হবে।
গত জুলাইয়ে হোয়াং হি-চ্যানকে ম্যাচ চলাকালীন হংকংয়ের চলচ্চিত্র তারকা ‘জ্যাকি চ্যান’ বলে সম্বোধন করেছিলেন কুর্তো। কারণ তিনি শুনেছিলেন, উলভারহ্যাম্পটনের ফুটবলাররা হোয়াংকে ‘চ্যানি’ নামেই ডাকেন।
তাৎক্ষনিকভাবে মাঠেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে গোলমাল লেগে যায়। কোমোর এক ফুটবলারকে ঘুষি মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উলভারহ্যাম্পটনের উইঙ্গার ড্যানিয়েল পোডেন্স।
ঐ সময় কোমোর পক্ষ থেকে বলা হয়েছিল, হোয়াংকে স্রেফ জ্যাকি চ্যান বলে ডেকেছিলেন কুর্তো। কারণ তিনি শুনেছিলেন, উলভারহ্যাম্পটনের ফুটবলাররা হোয়াংকে ‘চ্যানি’ নামেই ডাকেন। আমাদের ক্লাবের খেলোয়াড় অবমাননাকর কিছু বলেননি। উলভসের খেলোয়াড়রা ঘটনাটিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ায় আমরা হতাশ।
ফিফার এক মুখপাত্র জানান, কুর্তোকে ফিফা অনুমোদিত কোনো সংস্থায় ট্রেনিং নেওয়া ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :