AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুখবর পেলেন বাংলাদেশের ২ স্পিনার


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:০৩ পিএম, ৯ অক্টোবর, ২০২৪
সুখবর পেলেন বাংলাদেশের ২ স্পিনার

চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশের মেয়েরা। যদিও পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। তবে ধারাবাহিক পারফরমেন্স ধরে রেখে আইসিসি থেকে সুখবর পেয়েছেন দুই টাইগ্রেস বোলার।নারী টি-২০ র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খানের। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৯৪।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। দশ বছর পর টি-২০ বিশ্বকাপের মঞ্চে জয় পায় টাইগ্রেসরা। ওই ম্যাচে ৪ ওভারে ২০ রানে ১ উইকেট নেন রাবেয়া।

দ্বিতীয় ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে যায় তারা। এ ম্যাচেও বল হাতে মিতব্যয়ী ছিলেন রাবেয়া। ৪ ওভারে ১৫ রানে নেন ১ উইকেট। রাবেয়ার সঙ্গে বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুনের।

স্কটল্যান্ডের বিপক্ষে ২১ রানে ১ এবং ইংল্যান্ডের সাথে ১৮ রানে ২ উইকেট নেন ফাহিমা। দুই ম্যাচে ৩ উইকেট শিকারে ১৩ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার সোপিয়া একলেস্টোন। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উইকেটশূন্য থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ রানে ২ উইকেট নেন তিনি। ৭৬২ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রাখেন একলেস্টোন।

র‌্যাংকিংয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে পাকিস্তানের সাদিয়া ইকবাল ও ইংল্যান্ডের সারাহ গ্লেনের। ৭৫৪ রেটিং নিয়ে সাদিয়া দ্বিতীয় ও ৭৪৬ রেটিং নিয়ে সারাহ তৃতীয়স্থানে উঠেছেন। 

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে না পারায় ব্যাটিং তালিকায় কোন উন্নতি হয়নি বাংলাদেশের ব্যাটারদের।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!