কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে মাহমুদউল্লাহ রিয়াদের টি-২০তে অভিষেক হয়। যে যাত্রা থামতে যাচ্ছে রোববার। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১৩৯ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ১৪১ ম্যাচ খেলে ক্যারিয়ার শেষ করবেন সাইলেন্ট কিলার।
মঙ্গলবার প্রেস কনফারেন্সে টি-২০ ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন রিয়াদ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেইজে একটি আবেগঘন পোস্ট করেন তিনি। সেখানে রিয়াদ লিখেছেন-
আলহামদুলিল্লাহ! বাংলাদেশ দলের হয়ে আমার প্রতিটি মুহূর্ত ছিল অনেক সম্মান ও গৌরবের। আমি কৃতজ্ঞতা জানাই বিসিবি ও এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে, আমার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের, সতীর্থদের এবং বিশেষ করে আমার পরিবারের সদস্যদের প্রতি।
দারুণ এক রেকর্ডের মালিক হয়েই ফরম্যাটটি থেকে বিদায় নিতে চলেছেন রিয়াদ। লাল-সবুজের জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ আর কেউ খেলেনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮। পার্টটাইম বোলার হিসেবে ৭ এর সামান্য বেশি ইকোনমিতে নিয়েছেন ৪০ উইকেট।
একসময় রিয়াদ ছিলেন টি-২০ দলের অধিনায়ক। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-২০তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনেই ফরম্যাটটিতে সর্বাধিক ১৬ ম্যাচ জিতেছে লাল-সবুজের দল। করোনাকালীন সময়ে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে রিয়াদের অধিনায়কত্বে টিম টাইগার্স খেলেছিল টি-২০ বিশ্বকাপ।
নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ফাইনালের মঞ্চে তোলেন ৩৮ বর্ষী এই ক্রিকেটার। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছে সেই দৃশ্য এখনো স্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :