জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ফিল ফোডেনকে পেছনে ফেলে ২০২৩-২৪ মৌসুমে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন চেলসির মিডফিল্ডার কোল পালমার। মঙ্গলবার (৮ অক্টোবর) ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বর্ষসেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করে।
গত মৌসুমে চেলসি এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দারুণ সময় কাটিয়েছেন পালমার। বেশ কিছু দিকে তার চাইতে এগিয়ে ছিলেন জুড বেলিংহাম ও বুকায়ো সাকা। তবে তাদের পেছনে ফেলে সেরার পুরস্কার পান ২২ বছর বয়সি এই তারকা।বর্ষসেরার তালিকায় দ্বিতীয় হয়েছেন বেলিংহাম এবং তৃতীয় হয়েছেন সাকা।
গত নভেম্বরে মাল্টার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচ দিয়ে ইংল্যান্ডের হয়ে পালমারের অভিষেক হয়। দ্রুতই দলে নিজের ছাপ রাখতে শুরু করেন তিনি। দেশের হয়ে প্রথম গোলের স্বাদ পান গত মে মাসে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে।
এরপর ইউরোতেও নিজেকে আলাদা করে চেনান পালমার। ফাইনালে তার গোলেই সমতা ফিরিয়েছিল ইংল্যান্ড। তবে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হয়নি তার। ক্লাবের হয়েও সময়টা দারুণ কাটছে তার।
ম্যানচেস্টার সিটিতে হতাশাময় তিন মৌসুমের পর চেলসিতে পাড়ি জমিয়ে গত মৌসুমে ২২ গোল করেন পালমার। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সাত ম্যাচে ছয় গোল হয়ে গেছে ২২ বছর বয়সি উইঙ্গারের।
এক যুগের বেশি সময় পর চেলসির কোনো ফুটবলার ইংল্যান্ডের বর্ষসেরা হলেন। এর আগে ২০১০ সালে ডিফেন্ডার অ্যাশলে কোল সর্বশেষ ইংল্যান্ডের সেরার পুরস্কার পেয়েছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :