AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোনালদোর রাগ তাকে কিংবদন্তি বানিয়েছে: লেভানডোভস্কি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৪১ পিএম, ৯ অক্টোবর, ২০২৪
রোনালদোর রাগ তাকে কিংবদন্তি বানিয়েছে: লেভানডোভস্কি

ক্যারিয়ারে বিশ্বকাপ বাদে সম্ভাব্য সকল ট্রফিই জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সে এখনো মাঠ মাতাচ্ছেন। এই বয়সেও নিয়মিত গোল করে যাচ্ছেন রোনালদো। আর এতেই মুগ্ধ পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।পোলিশ এই তারকা মনে করেন, রোনালদোর এমন উচ্চাকাঙ্ক্ষার পেছনে তার রাগ ভূমিকা রেখেছে।

ইউরোপের অধ্যায় চুকিয়ে বর্তমানে সৌদি লিগে খেলছেন রোনালদো। আল নাসরের এই তারকা সেখানেও গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। কিছুদিন আগেই ৯০০ গোলের মাইলফলক পার করে এগিয়ে যাচ্ছেন এক হাজার গোল করার দিকে।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও রোনালদোর এমন ক্ষুধা দেখে মুগ্ধ লেভানদোভস্কি। বার্সেলোনার এই স্ট্রাইকার বলেন, ‘রোনালদো, ইতিহাসের অনেক পৃষ্ঠার রচিয়তা। তার আশেপাশের অনেক বারের উচ্চতা বাড়িয়ে চলছেন।’

এরপর তিনি বলেন, ‘এসব এমন কিছু যা উপেক্ষা করতে পারবেন না। সম্ভাব্য সবকিছুই অর্জন করেছেন তিনি। ৩৯ বছর শেষে ৪০ বছরে পদার্পন করতে যাচ্ছেন। তার উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট। অবশ্যই সব ইতিহাসের পাতায় মুদ্রিত থাকবে।’

লেভা যোগ করেন, ‘তার রাগ এবং নার্ভাসের মধ্যে উচ্চাকাঙ্খা প্রকাশ পায়। আমার মনে হয়, তিনি যদি রাগান্বিত না হতেন শুধু খেলার জন্যই খেলতেন। তবে এটা পরিস্কার তার এখন উচ্চাকাঙ্ক্ষা আছে এবং তার বর্তমান শারীরিক অবস্থাও ভালো।’

ফুটবলকে যা দিয়েছেন রোনালদো তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে জানিয়ে লেভানদোভস্কি বলেন, ‘রোনালদো তার পুরো ক্যারিয়ারে কী অর্জন করেছেন তা ভালোভাবেই বুঝতে পারি। অর্জন এবং সংখ্যা দিয়ে ফুটবলের ইতিহাসে কি দুর্দান্ত প্রভাব রেখেছেন।‍‍`

আগামী ১২ অক্টোবর উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। রোনালদোর এত প্রশংসা করলেও লেভা বলেছেন, পর্তুগালকে ম্যাচে কোনো ছাড় দেবেন না তারা।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!