ক্লাব কিংবা জাতীয় দল, সব জায়গাতেই গোল করে রেকর্ড ভেঙে যাচ্ছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্ড। বৃহস্পতিবার (১০ অক্টোবর) উয়েফা নেশন্স লিগে গোল করে তিনি বনে গেছেন দেশের সর্বোচ্চ গোলদাতা।
সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে হালান্ডের দলও। উয়েফা নেশন্স লিগে বৃহস্পতিবার স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে নরওয়ে। ম্যাচে দুইটি গোল করেছেন হালান্ড। ম্যাচে বাকি গোলটি এসেছে আলেকজান্ডার সরলোথের পা থেকে।
ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন হালান্ড। এই গোল করে নরওয়ের সর্বোচ্চ গোলদাতা জর্জেন জুভের সমান গোল চলে আসেন তিনি। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সরলোথ।
ম্যাচের ৬২তম মিনিটে গোল করে রেকর্ডে নাম লেখান হালান্ড। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের ৩৪তম গোল করতে লেগেছে মাত্র ৩৬ ম্যাচ। দারুণ এই জয়ে ‘বি’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে নরওয়ে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :