তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। সিরিজ হারলেও আজকের ম্যাচ টাইগার সমর্থকদের কাছে বিশেষ। কারণ এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-২০কে বিদায় জানাবেন বাংলাদেশ দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হলেও এই ম্যাচ জিতে ভালোভাবে সিরিজ শেষ করতে চাইছে টাইগাররা। তাই একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। সুযোগ পেয়েও গত দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন পারভেজ হোসেন ইমন। তৃতীয় ম্যাচে তাকে বাদ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ইমনের জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিদ হাসান তামিম।
ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও লিটন দাস, তাওহীদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর বাদ পড়ার তেমন সম্ভাবনা নেই। বিদায়ী ম্যাচে নিশ্চিতভাবেই থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাদ পড়তে পারেন জাকের আলী অনিক।
গত দুই ম্যাচে ব্যাট হাতে রান না পাওয়া এই ক্রিকেটারের বদলি হিসেবে দলে আসতে পারেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী। অথবা সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানও।
হায়দরাবাদেও তিন পেসার নিয়ে বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা বেশি। তাসকিন আহমেদের সঙ্গে তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানকেই দেখা যেতে পারে। শরীফুল ইসলাম ফিরলে খেলতে পারেন মুস্তাফিজের জায়গায়।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, শেখ মাহেদী, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, রবি বিষ্ণুই ও মায়াঙ্ক যাদব।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :