স্কটল্যান্ডকে হারিয়ে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু পরের দুই ম্যাচেই হারের তিতো স্বাদ ভোগ করতে হয়েছে জ্যোতি-নাহিদাদের। যার ফলে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা।
শনিবার (১২ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামঠে বাংলাদেশ দল। তাজ নেহারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মুর্শিদা খাতুন।
বাংলাদেশ একাদশ : দিলারা আক্তার, সাথী রানি, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
দক্ষিণ আফ্রিকা একাদশ : লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, অ্যানেকি বখ, ম্যারিজেন ক্যাপ, সুনে লুস, ক্লো ট্রায়ন, নাদিনে ডি ক্লার্ক, অ্যানারি ডার্কসেন, সিনালো জাফটা, নঙ্কুলুলেকো ম্লাবা ও আয়াবোঙ্গা খাকা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :