দুই মৌসুম পর ফের মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্বে ফিরছেন মাহেলা জয়াবর্ধনে। সবার শেষে থেকে গত আসর শেষ করেছিল মুম্বাই। যে কারণে আগের কোচ মার্ক বাউচারকে সরিয়ে দেওয়া হয়েছে।২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়ের কোচ ছিলেন জয়াবর্ধনে। তার অধীনে তিন বার ট্রফি জিতেছে দলটি। কোচের দায়িত্ব ছেড়ে ২০২২ সাল থেকে তিনি মুম্বাইয়ের ‘গ্লোবাল পারফরম্যান্স হেড’ হন।
বিশ্বজুড়ে মুম্বাইয়ের মালিকানায় যে দলগুলো সংশ্লিষ্ট দেশের টি-২০ লিগে খেলে সেগুলোর দেখাশোনা এবং ক্রিকেটার তুলে আনার কাজ ছিল জয়াবর্ধনের উপরে।
আইপিএল ছাড়াও দক্ষিণ আফ্রিকায় এমআই কেপ টাউন, সংযুক্ত আরব আমিরাতের এমআই এমিরেটস এবং আমেরিকায় এমআই নিউ ইয়র্ক দলের দায়িত্বে ছিলেন তিনি।পুরনো ঠিকানায় ফিরে জয়াবর্ধনে বলেন, ‘মুম্বাইয়ের সঙ্গে আমার যাত্রাপথ একটা বিপ্লবের মতো। ২০১৭ সালে দায়িত্ব নিয়ে চেষ্টা করেছিলাম প্রতিভাবান ক্রিকেটারে ভরা একটা দলের থেকে সেরাটা বের করে আনার। সেই চেষ্টায় সফল হয়েছি। ফিরে আসার পর ভবিষ্যতের দিকে নজর দেয়াই আমার কাজ। ফ্র্যাঞ্চাইজি মালিকদের দৃষ্টিভঙ্গিকে সফল করার চেষ্টা করব।’
মুম্বাইয়ের মালিক আকাশ আম্বানী এক বিবৃতিতে বলেন, ‘মাহেলাকে (জয়াবর্ধনে) কোচ হিসাবে ফেরাতে পেরে আমরা উচ্ছ্বসিত। বিশ্বজুড়ে আমাদের দলগুলি মোটামুটিভাবে দাঁড়িয়ে গিয়েছে। তার পরেই মুম্বাইয়ের কোচ হিসাবে ওকে ফেরানোর ভাবনা মাথায় এসেছে।’
জয়াবর্ধনে অনুপস্থিতিতে গত দুই আসরে খুব একটা সুবিধা করতে পারেনি মুম্বাই। ২০২৩ সালে টেবিলের চারে থেকে কোয়ালিফায়ার খেললেও গত আসরে তলানিতে থেকে লিগ শেষ করেছিল। তার অধীনে মুম্বাই আবার কতটা শক্তিশালী হয়ে ফিরে আসে সেটাই দেখার অপেক্ষা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :