AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ বাবর-শাহিন-নাসিম


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২১ পিএম, ১৩ অক্টোবর, ২০২৪
পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ বাবর-শাহিন-নাসিম

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত এখনও দগদগে। এরই মাঝে ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংস হারের লজ্জা। ঘরের মাঠে পাকিস্তান ক্রিকেট দলের চূড়ান্ত হতাশাজনক পারফর্ম্যান্সে ক্ষুব্ধ পিসিবি। ফল যা হওয়ার হলও তাই। টেস্ট স্কোয়াডে গণহারে রদবদল করল পাকিস্তান।

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে পাকিস্তান। তাতে কার্যত একধার থেকে বাদ দেওয়া হয় প্রথম সারির তারকা ক্রিকেটারদের। বাবর আজমের বাদ পড়ার সম্ভাবনা উঁকি দিচ্ছিল। শেষমেশ সেই সম্ভাবনা সত্যি প্রমাণিত হয়।

বাবর ছাড়াও বাদ পড়েন দুই তারকা পেসার শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। পিসিবির তরফে তিন তারকাকে বাদ দেওয়ার পিছনে বর্তমান ফর্ম ও ফিটনেসের যুক্তি তুলে ধরা হয়েছে।বাবর বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্টের চারটি ইনিংসে সংগ্রহ করেন যথাক্রমে ০, ২২, ৩১ ও ১১ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে বাবর সংগ্রহ করেন যথাক্রমে ৩০ ও ৫ রান।

শাহিন আফ্রিদি বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্টে মাঠে নেমে ২টি উইকেট দখল করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টেস্টে শাহিন সংগ্রহ করেন মোটে ১টি উইকেট। নাসিম বাংলাদেশের বিরুদ্ধে ১টি টেস্টে মাঠে নেমে ৩টি উইকেট নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টেস্টে তাঁর সংগ্রহ ২টি উইকেট।

পাকিস্তানের টেস্ট স্কোয়াডে ডাক পান কামরান গুলাম, হাসিবউল্লাহ, মেহরান মুমতাজ, সাজিদ খান ও নোমান আলি। আগামী ১৫ অক্টোবর থেকে মুলতানেই খেলা হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। পরে ২৪ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে খেলা হবে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট।

উল্লেখ্য, মুলতানের প্রথম টেস্টে পাকিস্তান শুরুতে ব্যাট করে তাদের প্রথম ইনিংসে ৫৫৬ রান সংগ্রহ করে। তবে পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড আরও বিশাল ইনিংস গড়ে তোলে। ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২০ রানে অল-আউট হয়ে যায়। এক ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড
শান মাসুদ (ক্যাপ্টেন), সউদ শাকিল (ভাইস ক্যাপ্টেন), আমির জামাল, আবদুল্লা শফিক, হাসিবউল্লাহ (উইকেটকিপার), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মহম্মদ আলি, মহম্মদ হুরাইরা, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, সইম আয়ুব, সাজিদ খান, আঘা সলমন ও জাহিদ মেহমুদ।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!