প্লেয়ার ড্রাফটের মাধ্যমে কেউ পেলেন দল, অনেকে থাকলেন অবিক্রিত। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট শেষে অংশ নিতে যাওয়া সাত দলের স্কোয়াড নির্ধারিত হয়েছে।প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৯৮ দেশি ও ৪৪০ জন বিদেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছিল বিসিবি। যেখান থেকে পছন্দের ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভিড়িয়েছে।
এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। বিপিএলের ড্রাফটে উপস্থিত থেকে শক্তিশালী দল গঠন করেছেন এই ঢালিউড সুপারস্টার। তাই সাত দলের মধ্যে শিরোপায় চোখ রেখেই টুর্নামেন্ট শুরু করবে দলটি।আজ ড্রাফট অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন শাকিব খান।
পরে নিজ দল ঢাকা ক্যাপিটালস নিয়ে সাংবাদিকদের শাকিব খান বলেন, ‘সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেট মাঠের উত্তেজনা এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি বিপিএলে তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয় তখন আমরা যেই ভালোবাসা পেয়েছি তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। আমরা এত ভালোবাসা পেয়েছি যা অবাক করার মতো।`
‘আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের ক্রিকেটও আমাদের। আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত। আজ প্রত্যাশা মতো দলও সাজাতে পেরেছি। আশাকরি নম্বর ওয়ানের মতো দলটাও তাই হয়েছে। এ ছাড়া ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আমরা যতটা উচ্ছ্বসিত আমার মনে হয় আমাদের দেশের মানুষ আরও বেশি উচ্ছ্বসিত। ব্যাপারটি আমাকে খুব আনন্দ দিচ্ছে।’-আরও যোগ করেন শাকিব।
ঢাকা ক্যাপিট্যালস
সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম।
বিদেশি সরাসরি চুক্তি: থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনাওয়াজ দাহানি, স্টিফেন এসকিনাজি।
ড্রাফট থেকে: লিটন কুমার দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, সাইম আইয়ুব, আমির হামজা হোটাক, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার,আসিফ হাসান, শাহাদাত হোসেন দীপু, মুশফিক হাসান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :