AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাফের দলে ফিরলেন কৃষ্ণা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৪১ পিএম, ১৪ অক্টোবর, ২০২৪
সাফের দলে ফিরলেন কৃষ্ণা

আগামীকাল সাবিনারা কাঠমান্ডু যাচ্ছেন সাফের শিরোপা ধরে রাখার মিশনে।সোমবার বাফুফে ভবনে ঘোষিত হয় ২৩ সদস্যের বাংলাদেশ দল। সাবিনা খাতুনের অধিনায়কত্বে নেপালের মাটিতে হতে যাওয়া আসরে ১০ জন ফরোয়ার্ড নিয়ে দল সাজিয়েছেন কোচ পিটার জেমস বাটলার।গতবছর এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা কৃষ্ণা তখনো চোটে ভুগছিলেন। আসরে অংশ নেয়ার আগে তাকে নিয়ে স্কয়ার হাসপাতালে আসা-যাওয়া করেছিলেন নারী দলের তখনকার কোচ সাইফুল বারী টিটু।

সিঙ্গাপুরের বিপক্ষে প্রায় এক বছর আগে ফিফার দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই অভিজ্ঞ এ ফরোয়ার্ড চোটের কারণে স্কোয়াডে ছিলেন না। সলতি বছর মেয়েদের ফুটবল লিগে নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে খেলেন।

চাইনিজ তাইপের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াডে কৃষ্ণার নাম ছিল না। ঐ সময় জেমস বাটলার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছিলেন ‘সে পূর্ণাঙ্গ ফিট নয়, আন্তর্জাতিক পর্যায়ে আনফিট খেলোয়াড় আমি নিতে পারি না।’ তবে ফিটনেস ফিরে পাওয়া কৃষ্ণাকে সাফের স্কোয়াডে ঠিকই নিলেন বাটলার।  

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‍‍`আখি এবং স্বপ্নাকে অবশ্যই মিস করব। তবে নতুন যারা আসছে, তারা সেই শুন্যস্থান পূরণের চেষ্টা করবে।‍‍` গত সাফের স্কোয়াড থেকে এবার ৯ জন নতুন। এই ৯ জনের মধ্যে অবশ্য আট জনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে।

সাফে যাওয়ার আগে বাংলাদেশ তেমন প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। এ নিয়ে খানিকটা আক্ষেপ রয়েছে সাবিনার, ‍‍`কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। এরপরও লক্ষ্য থাকবে নিজের সেরাটা দেয়ার।‍‍` সাবিনা একটু রাখঢাক রাখলেও সহকারী অধিনায়ক মারিয়া মান্ডা সরাসরি শিরোপা নিয়ে দেশে ফেরার অঙ্গীকার করেছেন, ‍‍`আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। যেন শিরোপা নিয়ে পুনরায় দেশে ফিরতে পারি।‍‍`


বাংলাদেশ দল

গোলরক্ষক: ঋতুপর্ণা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার।
ডিফেন্ডার: মাসুরা পারভীন, আফঈদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমিন নিলা, কোহাতি কিসকু।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানি, মুনকি আক্তার। 
ফরোয়ার্ড: আইরিন খাতুন, মাতসুসিমা সুমাইয়া, সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন (অধিনায়ক), তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রাণী সরকার, মোসাম্মৎ সাগরিকা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!