পেশীর ইনজুরিতে আক্রান্ত টিনএজার বার্সেলোনা তারকা লামিন ইয়ামালকে ছেড়ে দিয়েছে স্পেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন গতকাল এই ঘোষনা দিয়েছে।
শনিবার ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগে ১-০ গোলে জয়ের ম্যাচটিতে একেবাওে শেষ মিনিটে ইয়ামাল ইনজুরিতে পড়েন। ইয়ামালকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চায়নি স্পেন। আগামীকাল সার্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডেনমার্কের বিরুদ্ধে পায়ের পেশীতে অস্বস্তি অনুভব করায় মাদ্রিদে লামিন ইয়ামালের এমআরআই স্ক্যান করা হয়েছে। টেস্টের ফলাফলে কোন বড় ধরনের ইনজুরি ধরা পড়েনি। আরএফইএফ মেডিকেল সার্ভিস নিশ্চিত করেছে অতিরিক্ত কাজের চাপে এই সমস্যা হয়েছে। আমরা খেলোয়াড়দের সুস্থতার বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করি। ইনজুরির ঝুঁকি কাটানোর জন্যই আমরা তাকে বিশ্রাম দিয়েছি। এ কারনেই তাকে দলে না নেবার সিদ্ধান্ত হয়েছে।’
১৭ বছর বয়সী ইয়ামাল ইতোমধ্যেই বার্সেলোনায় ফিরে গেছে।ইয়ামালের স্থানে এ্যাথলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার রডরিগো রিকুয়েলমেকে জাতীয় দলে ডাকা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :