সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপালে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা কাঠমান্ডুতে পৌঁছানোর পর স্বাগতিক দেশের পক্ষ থেকে মনোরম পরিবেশে তাদের স্বাগত জানানো হয়।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় দুপুর বেলা ১১টা ৪৫ মিনিট) বাঘিনীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হিমালয়ের দেশটিতে অবতরণ করে। সেখান থেকে তারা সবাই টিম হোটেলে চলে যান।
নেপালে যাওয়া দলের সকল খেলোয়াড় রিকভারি সেশনের পাশাপাশি নিজেদের আরামের দিকে মনোনিবেশ করবে। সুইমিংপুলে হালকা রিকভারি সেশনের নির্ধারিত আছে। ফুটবলাররা কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে আজ মাঠে অনুশীলন করবে না।
এর আগে সাবিনা খাতুনের নেতৃত্বে ২৩ সদস্যের দল সকাল সাড়ে ১০টায় বিমানযোগে ঢাকা ত্যাগ করে। সাফে শিরোপা ধরে রাখাই লাল-সবুজের দলের লক্ষ্য।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :