দুই ম্যাচের হতাশা ভুলে জয়ে ফিরল বিশ্বচ্যাম্পিযন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে রীতিমতো গোল উৎসব করল আলবিসেলেস্তেরা। দীর্ঘ দিন পর ঘরের মাঠে খেলতে নেমে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জয়ে ফেরার ম্যাচে নিজে করেছেন তিনটি গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন দুইটি। ম্যাচ শেষে আর্জেন্টাইন কাপ্তানের রেটিং পয়েন্ট ১০ এ ১০।
কলম্বিয়ার কাছে হাররে পর ভেনেজুয়াল সঙ্গে ড্র, ঘুরে দাঁড়াতে দরকার ছিল একটি জয়। আর সেই জয়টি আর্জেন্টিনা তুলে নিলো ৬-০ গোলে। যা দলটির ফুটবল ইতিহাসে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড জয়।
লিওনেল মেসির পাশাপাশি এই রেকর্ড গড়ার দিনে আর্জেন্টিনার স্কোরশিট ভারি করেছেন লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা। এদের মাঝে মার্তিনেজ এবং আলভারেজের গোলে অ্যাসিস্ট ছিল মেসির।
এদিকে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান এখন মেসির। ১৮৭২ সালে ফিফার হিসেবে প্রথম অফিসিয়াল ম্যাচ খেলেছিল স্কটল্যান্ড এবং ইংল্যান্ড। সেই থেকে ফুটবল দুনিয়া পার করেছে ১৫২ বছর। আর আজকের আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচের মধ্য দিয়ে গোল অবদানের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়ালেন মেসি। ক্যারিয়ারে তার গোল ৮৪৬ আর অ্যাসিস্ট ৩৭৭টি। সবমিলিয়ে ১ হাজার ২২৩ গোলে অবদান ছিল আর্জেন্টাইন এই মহাতারকার। অফিসিয়াল ম্যাচের হিসেবে এটিই সর্বোচ্চ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :