AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক ম্যাচে নিষিদ্ধ হয়েছেন প্লিমিথ অর্গাইলের কোচ ওয়েন রুনি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪১ পিএম, ১৯ অক্টোবর, ২০২৪
এক ম্যাচে নিষিদ্ধ হয়েছেন প্লিমিথ অর্গাইলের কোচ ওয়েন রুনি

অসদাচরণের দায়ে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে নিষিদ্ধ হয়েছেন প্লিমিথ অর্গাইলের কোচ ওয়েন রুনি। এছাড়া তাকে সাড়ে পাঁচ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।শুক্রবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে রুনির শাস্তির বিষয়টি জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। চলতি মাসের শুরুতে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে প্লিমিথের ম্যাচে এই ঘটনা ঘটে।

২-১ গোলে প্লিমিথের জয়ের ম্যাচে ম্যাচ অফিশিয়ালকে অপমান করে কথা বলেন রুনি। এছাড়াও ছোটখাটো আরো ভুল করেছেন তিনি। আর তাতেই মিলেছে শাস্তি। আগামী এক ম্যাচ টাচলাইনে থাকতে পারবেন না এ কোচ।  

ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ওই ম্যাচে শুরুতে এগিয়ে যায় প্লিমিথ। ৮৬ মিনিটে গিয়ে সেই গোল পরিশোধ করে ব্ল্যাকবার্ন। তবে প্রতিপক্ষের ওই গোল নিয়ে আপত্তি জানিয়ে রুনি দাবি করেন, বিল্ড-আপের সময় ফাউল হয়েছিল।

ম্যাচ অফিশিয়ালের সঙ্গে এসময় তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন রুনি। লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ম্যাচের ৯৭ মিনিটে প্লিমিথের জয়সূচক গোলের পর উদযাপন করতে মাঠে ফিরে আসেন রুনি। যেটা আরেকটি অপরাধ।

রুনির বিরুদ্ধে মোট তিনটি ধারায় অভিযোগ এনেছিল এফএ। সবগুলো অভিযোগই স্বীকার করে নিয়েছেন তিনি। এর আগে গত মে মাসে প্লিমিথের কোচের দায়িত্ব নেন ওয়েইন রুনি। চ্যাম্পিয়নশিপের টেবিলে ১৪ নম্বরে আছে তার দল।


একুশে সংবাদ/ এস কে

Link copied!