AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাইজুলের ফাইফার


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:১৯ পিএম, ২১ অক্টোবর, ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাইজুলের ফাইফার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অল্পে অল আউট হলেও বল হাতে লড়ছে টাইগাররা। প্রোটিয়ারা প্রথম ইনিংসে লিড নিলেও তার আগে হারিয়েছে পাঁচ উইকেট। যেখানে বল হাতে আলো ছড়িয়েছেন তাইজুল।সেই সাথে ফাইফারের দেখা পান তিনি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছয় উইকেটে ১০৮ রান। নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। প্রোটিয়াদের লিড মাত্র ২ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। হাসান মাহমুদের করা প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন মার্করাম। মাত্র ৬ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে দলকে এগিয়ে নিতে থাকেন ত্রিস্টান স্টাবস ও জর্জি।

দলের রান ৫০-এ পৌঁছাতেই তাইজুল ইসলামের শিকারে পরিণত হন স্টাবস। ২৩ রান করেন এ ব্যাটার। এরপর একে একে আরো তিনবার উইকেট শিকারের আনন্দে মাতেন তাইজুল।

বেডিংহামকে ১১, জর্জিকে ৩০ রানে ফেরান তাইজুল। তবে অভিষিক্ত ম্যাথু ব্রিটস্কিকে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দেখান এ বাঁহাতি স্পিনার। ২৭ রান করা রিকেলটনকে ফিরিয়ে ফাইফারের দেখা পান তিনি।

এর আগে ঘরের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে একদম শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ২১ রানের মাঝে ৩ উইকেট হারায় টাইগাররা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম।

মুমিনুল হক ৪ ও নাজমুল হোসেন শান্ত ৭ রানে ফেরেন। মুশফিকুর রহিম প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১১ রানের বেশি করতে পারেননি। লিটন দাস ১ ও মেহেদী মিরাজ ১৩ রানে ফেরেন।

এ ম্যাচে অভিষিক্ত জাকের আলী আস্থার প্রতিদান দিতে পারেননি। আউট হন মাত্র ২ রানে। প্রথম সেশনে মাত্র ৬০ রানের মাঝে ৬ উইকেট হারায় টাইগাররা। ৭৬ রানে হয় অষ্টম উইকেটের পতন।

তিন অঙ্কের ঘরে পৌঁছার আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে তাইজুল ইসলামের দৃঢ়তায় তা আর হয়নি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন এ ব্যাটার। সর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে।

শেষ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন তাইজুল। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা, উইয়ান মাল্ডার ও কেশভ মহারাজ প্রত্যেকে তিনটি করে উইকেট নেন। অন্য উইকেট শিকার করেন ড্যান পিয়েট। 

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!