ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন লিয়াম লিভিংস্টোন। পায়ের পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় জস বাটলার স্কোয়াডে জায়গা পাননি। যদিও টি-২০ সিরিজে দলের সঙ্গে যোগ দিয়ে তিনি নেতৃত্বভার গ্রহণ করবেন।
অ্যান্টিগায় আগামী ৩১ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের ওয়ানডে ২ নভেম্বর। বার্বাডোজে ৬ নভেম্বর মাঠে গড়াবে শেষ ম্যাচ। একই ভেন্যুতে প্রথম দুই টি-২০ ম্যাচ যথাক্রমে ৯ ও ১০ নভেম্বর। সেন্ট লুসিয়ায় শেষ তিন টি-২০ হবে ১৪, ১৬ ও ১৭ নভেম্বর।
আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছর ষষ্ঠ অধিনায়ক পেতে চলেছে ইংলিশরা। বেন স্টোকস, জস বাটলার, ওলি পোপ, ফিল সল্ট, হ্যারি ব্রুকেরর পর এবার তালিকায় যোগ হচ্ছেন লিভংস্টোন।
গত জুনে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের পর থেকে আর খেলতে পারেননি বাটলার। দ্য হান্ড্রেড, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজেো তিনি ছিলেন না।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :