মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টায় আবার খেলা শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে ২৮৩ রান। নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা ১০৬ ও দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান করেছে। স্বাগতিকদের লিড ৬৫ রান।
তিন উইকেটে ১০১ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। দিনের প্রথম ৪ ওভার নির্বিঘ্নে কাটালেও এরপরই নামে বিপত্তি। কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে ৪০ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়।
নিজের প্রথম বলে সিঙ্গেল নেন লিটন। তবে পরের বলে ফের ধাক্কা খায় বাংলাদেশ। রাবাদার করা ইনসুইঙ্গারে বোল্ড হন মিস্টার ডিপেন্ডেবল। ৩৩ রান করেন তিনি। লিটন দাসও ভরসার প্রতিদান দিতে পারেননি। ৭ রানে ফেরেন এ ব্যাটার।
১১২ রানে ছয় উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। লাঞ্চের আগে বাকি সময় আর উইকেট হারায়নি টাইগাররা।
এরই মধ্যে অর্ধশতক পূরণ করেছেন মিরাজ। কেশভ মহারাজের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের নবম অর্ধশতকে পৌঁছান তিনি। ফিফটির দেখা পেয়েছেন জাকেরও। ড্যান পিয়েটকে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিতে পৌঁছান তিনি।
দারুণ খেলতে থাকা জাকের ৫৮ রানে মহারাজের বলে আউট হন। এর মাধ্যমে ভাঙে সপ্তম উইকেটে মিরাজের সঙ্গে তার ১৩৮ রানের জুটি। নাঈম হাসান ও মিরাজ দলকে এগিয়ে নিচ্ছেন। এ দুই ব্যাটার যথাক্রমে ১৬ ও ৮৭ রানে অপরাজিত আছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :