AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে টেন হাগ: গার্দিওলা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩২ পিএম, ৩০ অক্টোবর, ২০২৪
আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে টেন হাগ: গার্দিওলা

ম্যানচেস্টার ইউনাইটেডের একের পর এক বাজে পারফরম্যান্সের জেরে চাকরি হারিয়েছেন কোচ এরিক টেন হাগ। ডাচ কোচের চাকরি হারানোয় কষ্ট পেয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তার বিশ্বাস, আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন টেন হাগ। 

একের পর এক কোচ বদলালেও নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। টেন হাগের উপর আস্থা রেখেও লাভ হয়নি। ডাচ কোচের অধীনে গত মৌসুমটা লিগ টেবিলের আটে থেকে শেষ করেছে ইউনাইটেড।

চলতি মৌসুমে ৯ ম্যাচের মধ্যে ৪টি হেরে টেবিলের ১৪তম স্থানে অবস্থান করছে ইউনাইটেড। সবশেষ ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে হারের পর দিনই তাকে ছাঁটাই করে রেড ডেভিলরা।

এদিকে তাকে ছাঁটাই করায় ব্যথিত ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তার বিশ্বাস ডাচ কোচ শক্তিশালী হয়ে ফিরে আসবেন। গার্দিওলা বলেন, ‘যে সকল ম্যানেজার চাকরি হারিয়েছেন, আমি তাদের জন্য ব্যথিত।

আমি তার জন্যেও (টেন হাগের) দুঃখিত। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আচরণের দিক থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে তিনি সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। আমি তার এবং তার পরিবারের মঙ্গল কামনা করি। অবশ্যই সে শক্তিশালী হয়ে ফিরে আসবে।’

গার্দিওলার মতে, কোচের চাকরি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাদের চাকরি নির্ভর করে ফলাফলের উপর। সিটিকে একের পর এক সাফল্য এনে দেয়ার পরও স্প্যানিশ কোচ নিজেকেও ঝুঁকির তালিকায় রেখেছেন।

তিনি বলেন, ‘আমাদের চাকরি, কোচের চাকরি, বিশ্বের গুটিকয়েক চাকরির মধ্যে একটি যেখানে মানুষ ছাঁটাইয়ের আশঙ্কায় থাকে। এটা আমাদের মেনে নিতে হয়। সবাই জানে, আমাদের চাকরি ফলাফলের উপর নির্ভর করে। আমিও সে তালিকার বাইরে নয়।’

২০২২ সালের এপ্রিলে অনেক আশা নিয়ে ডাচ ক্লাব আয়াক্স থেকে টেন হাগকে দলে ভিড়িয়েছিল ইউনাইটেড। তার অধীনে কারাবাও কাপ ও এফএ কাপের শিরোপা জয় ছাড়া খুব একটা সাফল্য পায়নি রেড ডেভিলরা।

তারপরও আস্থা রেখে গত জুলাইয়ে হাগের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিল ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু একের পর এক ব্যর্থতায় চুক্তি নবায়নের তিন মাস না যেতেই আস্থা হারিয়ে ডাচ কোচকে ছাঁটাই করে ইংলিশ ক্লাবটি।
          
একুশে সংবাদ/ এস কে

Link copied!