AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেই পদত্যাগ করলেন কোচ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:৩৫ এএম, ৩১ অক্টোবর, ২০২৪
বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেই পদত্যাগ করলেন কোচ

টানা দ্বিতীয়বারের মতো নেপালকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। এদিকে আসরের মাঝে খেলার বাইরেও অন্য কারণে বারবার গণমাধ্যমের শিরোনাম হতে হয়েছে পুরো দলকে। দলের মধ্যে কোচের সঙ্গে খেলোয়াড়দের মনোমালিন্য ছিল ওপেন সিক্রেট। শেষ পর্যন্ত সব বাধা বিপত্তি কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পরই শুনতে হয়েছে বড় দুঃসংবাদ।

বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার জানিয়েছেন, তিনি আর সাবিনা-তহুরাদের দায়িত্বে থাকতে চান না। মেয়াদ শেষ হলেই তিনি বাংলাদেশ ছাড়বেন। তার চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি গণ্যমাধ্যমে পিটার নিজেই নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের কোনো উদযাপনেই সামিল হননি তিনি।

কেন তিনি এমন করলেন এমন প্রশ্নের জবাবে পিটারের উত্তর, আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি। সমস্যাটা কেমন জানতে চাইলে পিটার বলেন, তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।

তিনি আরো বলেন, এই ট্রফি জয় মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ। মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। মেয়েদের সঙ্গে এটাই আমার শেষ ম্যাচ ছিল।

বেশি দিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করার জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!