AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্টোকসের বাড়িতে চুরি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪৪ এএম, ৩১ অক্টোবর, ২০২৪
স্টোকসের বাড়িতে চুরি

ইংলিশ অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। স্টোকসের বাড়ি থেকে গহনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে জানা যায়। স্টোকস জানিয়েছেন,  কয়েকজন মুখোশধারী ব্যক্তি বাড়িতে ঢুকে লুট পাট চালিয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টোকস এক স্ট্যাটাসে জানিয়েছেন, ডারহামের ক্যাসেল ইডেন এলাকায় তার বাড়িতে গত ১৭ অক্টোবর সন্ধ্যায় ঘটে চুরির ঘটনা। তখন টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে ছিলেন তিনি। ওই সময় বাড়িতে ছিলেন তার স্ত্রী ও সন্তানরা।

স্টোকস জানিয়েছে, ২০২০ সালে অর্ডার অব দা বৃটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে পাওয়া পদক, তিনটি নেকলেস, একটি আংটি এবং দুটি ব্যাগ চুরি হয়েছে। সবগুলোর ছবি এক্স-এ পোস্ট করেছেন তিনি।

ইংলিশ টেস্ট কাপ্তানের বাড়ি থেকে জিনিসপত্র চুরি গেলেও কারও শারীরিক কোনো ক্ষতি হয়নি। চুরি যাওয়া জিনিসপত্রের ছবি পোস্ট করে, অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।

স্টোকস বলেন, ‘এই অপরাধের সবচেয়ে খারাপ দিক হলো, আমার স্ত্রী ও দুই শিশু সন্তান বাড়িতে থাকাকালীন এটি ঘটেছে। ভাগ্যক্রমে আমার পরিবারের কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে এই অভিজ্ঞতা তাদের মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে। এটাও ভাবছি যে, এই পরিস্থিতি আরও কতটা খারাপ হতে পারত।’

একুশে সংবাদ/ এস কে

Link copied!