ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া বইছে দেশের প্রতিটি ক্ষেত্রেই। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। ক্রিকেট বোর্ড থেকে ফুটবল ফেডারেশন, সবখানেই পরিবর্তন এসেছে।নাজমুল হাসান পাপনের পরিবর্তে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। তার নেতৃত্বে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।
এবার পরিবর্তন আনতে বিসিবি যাচ্ছে গঠনতন্ত্রে।বুধবার (৩০ অক্টোবর) বোর্ডসভা শেষে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান করা হয়েছে নাজমুল আবেদীন ফাহিমকে।
জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম।
বিবৃতি আরও জানানো হয়েছে, দেশের তিনটি টেস্ট ভেন্যু— মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :