নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে, বৃহস্পতিবার ভারতের ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর বলেছেন, ক্রিকেটাররা টি-২০ ক্রিকেট আসার পর থেকে দ্রুত গতির এবং হার্ড-হিট ক্রিকেট খেলতে এতটাই অভ্যস্ত হয়ে উঠেছে যে ডিফেন্স করার ক্ষমতা দিন দিন দুর্বল হয়ে পড়ছে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্ট শুরুর আগের দিন তিনি বলেন, ‘আপনি ভবিষ্যতে লক্ষ্য করে দেখবেন, টি-২০ ক্রিকেট বেশি খেলার কারণে অন্যান্য অনেক দলের সঙ্গে আমাদেরও ডিফেন্স করা নিয়ে সমস্যা হবে। কখনও কখনও আপনি পেশী শক্তি ব্যবহারে এতটাই অভ্যস্ত হয়ে ওঠেন যে সফ্ট হ্যান্ডেড শট কীভাবে খেলতে হয় ভুলে যান। ৮-১০ বছর আগে সফ্ট হ্যান্ডেড শটের একটা চল ছিল। একজন ক্রিকেটার, যে টি-২০ এবং টেস্ট ক্রিকেট সমান দক্ষতায় খেলতে পারে সেই সফল ক্রিকেটার। সে পরিস্থিতি অনুযায়ী তার খেলা মানিয়ে নিতে পারে।’
তিনি আরও বলেন, ‘উন্নতি করা মানে এই না যে বল স্ট্যান্ডে পাঠানো। টার্নিং ট্রাকে আপনি কীভাবে ব্যাট করবেন সেটাও গুরুত্বপূর্ণ, যেখানে আপনি জানেন বল স্ট্যান্ডে পাঠাতে পারবেন না। আপনাকে এই ক্ষেত্রে স্ট্রাইক রোটেশনে জোর দিতে হবে। এই জন্য আমার মনে হয়ে একজন ক্রিকেটারের ভীতটা শক্ত হওয়া জরুরি।’ ভারতীয় ব্যাটসম্যানরা কী বিগত কয়েকবছরে ভালো স্পিনারদের বিরুদ্ধে খেলতে পারছেন না? তাঁদের কী মান পড়েছে? এই প্রশ্নের উত্তর গম্ভীর বলেন, ‘না, আমার এমন মনে হয় না।’ তিনি বলেন, ‘মাঝে মাঝে বিরোধী দলকেও মর্যাদা দিতে হয়। মিচেল স্যান্টনার শেষ ম্যাচে অসাধারণ বল করেছিল। তবে হ্যাঁ, আমরা কঠোর পরিশ্রম করতে থাকব, আমরা আরও ভাল হতে থাকব। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তখন শেষ পর্যন্ত ফলাফলগুলিই গুরুত্বপূর্ণ কিন্তু আমি মনে করি না যে স্পিনের বিরুদ্ধে আমাদের দক্ষতা আসলেই কমে গেছে।’
প্রসঙ্গত, শুক্রবার থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই ৩ ম্যাচের সিরিজে ২ ম্যাচ জিতেছে কিউয়িরা। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ৮ উইকেটে পরাজিত হয় ভারত। প্রথম ইনিংসে লজ্জাজনক ভাবে ৪৬ রানে অলআউট হয়ে গেছিল রোহিতরা, দাপট দেখিয়েছিল নিউজিল্যান্ডের পেসাররা। এরপর পুণেতে দ্বিতীয় টেস্টেও ১১৩ রানে জয় পায় কিউয়িরা। দুরন্ত বোলিং করেন স্পিনার মিচেল স্যান্টনার। ২ ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নেন তিনি। তাঁর বল সামলাতে হিমশিম খান রোহিত-বিরাটরা। সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচ জিতে সম্মান রক্ষা করতে চায় টিম ইন্ডিয়া।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :