সংযুক্ত আরব আমিরাতকে বৃষ্টি আইনে ১৮ রানে হারিয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ চারে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা।
শনিবার আগে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১১১ রানের সংগ্রহ পায় লাল-সবুজের দল। লক্ষ্য তাড়ায় ৩.২ ওভারে আরব আমিরাত ৩ উইকেটে ৪৩ রান করে। এরপর আলোক স্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়ায়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ জিতে সেমিতে স্থান পায় বাংলাদেশ।
টাইগারদের হয়ে আব্দুল্লাহ আল মামুন খেলেন ১১ বলে ৩১ রানের ইনিংস। জিসান আলমের সঙ্গে তার ওপেনিং জুটি থেকে আসে ৫৯ রান। মামুন আউট হওয়ার পর নামেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ৯ বলে এক চার ও ৫ ছক্কায় ৩৬ রান করেন। জিসান ১৭ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন।
আরব আমিরাতের ইনিংসের দ্বিতীয় বলেই আসিফ খানকে বোল্ড করেন সাইফউদ্দিন। ঐ ওভারের শেষ বলে মুহাম্মাদ জুহাইবকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। মামুনের করা তৃতীয় ওভারে এসে শাঞ্চিত শর্মা বিদায় নেন, বল তালুবন্দি করেন আবু হায়দার রনি।
একপর্যায়ে এরপর আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হলে তা আর মাঠে গড়ায়নি। ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ জয় পায়। আগামী রোববার (৩ নভেম্বর) লঙ্কানদের বিপক্ষে তাদের ফাইনালে যাওয়ার লড়াই।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :