AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান উপদেষ্টার কাছে আবাসন সুবিধা চাইলেন নারী ফুটবলাররা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:১৪ পিএম, ২ নভেম্বর, ২০২৪
প্রধান উপদেষ্টার কাছে আবাসন সুবিধা চাইলেন নারী ফুটবলাররা

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফুটবলাররা রাষ্ট্রপ্রধানের কাছে পরিবারের জন্য ঢাকায় আবাসন সুবিধা চেয়েছেন। একইসঙ্গে নিজ এলাকায় সংস্কারসহ তাদের খেলা সংক্রান্ত কিছু চাহিদা পূরণের কথাও কয়েকজন খেলোয়াড় তুলে ধরেন।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুটবলাররা যমুনায় প্রবেশ করেন। এরপর তাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎ শেষে বাফুফে ভবনে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক সাবিনা খাতুন ও ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা।

সাবিনা বলেন ‘আমাদের পরিবারের অনেকে ঢাকায় আসে, কিন্তু তাদের থাকার জায়গা থাকে না। তাই প্রধান উপদেষ্টাকে আমাদের পরিবারের জন্য একটি আবাসন ব্যবস্থার অনুরোধ করেছি। ‘মারিয়া, কৃষ্ণা, মনিকা, মাসুরাসহ অনেকেই ব্যক্তিগত সমস্যার কথা বলেছে। যেমন মনিকার বাড়িতে যাওয়ার রাস্তা খারাপ এবং সেই এলাকার বিদ্যুৎ সমস্যা।’

প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের দাবিগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং তাদের সকল চাহিদা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি  বাঘিনীদের সমস্যাগুলো লিখিতভাবে চান।

এ প্রসঙ্গে বাঘিনীদের অধিনায়কের ভাষ্য, ‘তিনি আমাদের প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে জেনেছেন। সবগুলো লিখিত দিতে বলেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে এই চিঠি দেবো।’

আর্থিক সংকটের যুক্তি তুলে ধরে নারী ফুটবলারদের প্রীতি ম্যাচ খেলানোর পর্যাপ্ত আয়োজন করতে ব্যর্থ বাফুফে। তাই সরকারকে এ বিষয়ে নারী ফুটবলাররা সকলেই নজর দিতে অনুরোধ করেন।

টাইগ্রেস সাবিনা আরো বলেন,‘আমাদের মূলত দেখভাল করবে ফেডারেশন। নতুন সভাপতি তাবিথ (আউয়াল) স্যারকে আমাদের প্রয়োজনীয় সমস্যার কথা বলব। সামগ্রিকভাবে নারী ও পুরুষ উভয় ফুটবল দলের জন্য সরকারের সহায়তা চেয়েছি।’

 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!